পাইকগাছায় গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রশাসনের বিভিন্ন স্তরে অস্থিরতা বাড়ছে। দুই একজন উপদেষ্টা এবং প্রশাসন গোপনে গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আদিবাসী জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আমি এবং আমার সংগঠনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব।
মোস্তফা কামাল বলেছেন, যেখানে গুনীজনদের কদর করা হয় না সেখানে গুনি জন্মায় না। আমাদেরকে আগে গুণীজনদের কদর করতে হবে। তাহলে বাংলাদেশে গুণীজন জন্মাবে।
মোস্তফা কামাল বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি বাস্তবায়ন চাই। তা না হলে বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নেবে না, নির্বাচন হবে না।